ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা সৌরভের, গম্ভীরকে নিয়ে কী বললেন ‘মহারাজ’?

ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রতি পূর্ণ আস্থা রেখেই এই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “অবসরের পর সিএবি ও বিসিসিআইয়ের দায়িত্ব সামলেছি। তখন সময় পাইনি। এখন বয়স ৫০, কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”

তবে গম্ভীরকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী নন তিনি। সৌরভের কথায়, “ও ভালো কাজ করছে। শুরুটা কঠিন হলেও দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে, যা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।”

গম্ভীর সম্পর্কে সৌরভ আরও বলেন, “ক্রিকেট নিয়ে ও খুব আবেগপ্রবণ। একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে জানি, মানুষ হিসেবে গম্ভীর অসাধারণ।”

চাইলে আমি এটিকে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ বা সংবাদপত্রের কলামের মতো করে সাজিয়ে দিতে পারি। কোন ফরম্যাটে চাইছো, বলো শুধু!