মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, আগের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে পৌঁছালেন তিনি। একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এদিন উত্তরবঙ্গে আসেন মহারাজ। কয়েক মাস আগে মালদহ সফরে যেমন তাঁকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল, তেমনই ব্যতিক্রম হলো না শিলিগুড়িতেও। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সৌরভকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি সেলফি তুলতে ভিড় জমান।
এই সফরে কোনও ক্রিকেট সংক্রান্ত কর্মসূচি ছিল না। জানা যায় সৌরভের সন্ধ্যার মধ্যেই কলকাতা ফিরে যাওয়ার কথা, কারণ ইডেনে তাঁর একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এদিনই সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হবে। ক্রীড়া বিল পাস হওয়ার পর সেপ্টেম্বরে সিএবির এজিএম হবে, নাকি বিসিসিআইয়ের দিকে নজর রেখে তা পিছিয়ে দেওয়া হবে, তার সম্ভাব্য ইঙ্গিত মিলতে পারে এই বৈঠকে।
ইতিমধ্যেই সৌরভ ঘোষণা করেছেন, তিনি সভাপতি পদে লড়বেন। ক্রীড়া বিল আইনে পরিণত হলে ক্রীড়া প্রশাসনে বড় পরিবর্তন আসবে—যার ফলে টানা ১২ বছর দায়িত্ব পালনের পর চার বছরের ‘কুলিং অফ’ শেষ হলে ফের প্রশাসনিক পদে ফেরা সম্ভব হবে। বয়সসীমা ৭০ থেকে বাড়িয়ে ৭৫ হওয়ায় প্রশাসনে আরও দীর্ঘ সময় সক্রিয় থাকার সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।
