প্রায় শীতল দিনের মতো পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে পৌঁছে গিয়েছে। উত্তরেও পারদ লাফিয়ে লাফিয়ে নামছে।দার্জিলিংয়ে চরম ঠান্ডা। দার্জিলিঙের তাপমাত্রা পৌঁছালো ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
কলকাতায় গতকাল, সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল।আজও সেই রকম পরিস্থিতি। আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। শীতল দিনের মতো পরিস্থিতি আজও থাকবে কলকাতায়। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস কম।
শৈত্যপ্রবাহের কাছাকাছি পৌঁছে গিয়েছে বীরভূমের সিউড়ি আর শ্রীনিকেতনে। কনকনে শীতে কাঁপছে নদিয়া। ঘন কুয়াশার জেরে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন, ট্রেন। আগুন জ্বালিয়ে উষ্ণতার ছোঁয়া পেতে মরিয়া মানুষ। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকেছে কৃষ্ণনগর-সহ নদিয়ার বিস্তীর্ণ এলাকা।শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের পশ্চিমের শহর, পুরুলিয়া। আজ জেলার সার্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশার দাপট পুরুলিয়ায়।কনকনে ঠান্ডার মাঝে সাদা কুয়াশা চাদরে ঢেকেছে পশ্চিম মেদিনীপুর জেলা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গে শীতের প্রভাব চলবে। আবহাওয়া দফতরের বুলেটিন বলছে,দার্জিলিং সহ উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
