মালবাজার পুরসভায় হঠাৎ নবান্ন থেকে বিশেষ অডিট টিমের আগমন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল সহ সাধারণ নাগরিকদের মধ্যে। সোমবার সকালেই এই অডিট টিম পুরসভায় হাজির হয় এবং পুরপ্রশাসনের বিভিন্ন দফতরের নথি খতিয়ে দেখতে শুরু করে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, পুরসভায় একাধিক আর্থিক অনিয়ম এবং উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্য সরকারের কাছে। সেই কারণেই নবান্ন থেকে উচ্চপর্যায়ের এই বিশেষ অডিট টিম পাঠানো হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলেও নানা জল্পনা শুরু হয়েছে।
এই বিশেষ অডিটের মাধ্যমে পুরসভার আর্থিক খাত, উন্নয়নমূলক প্রকল্প, বরাদ্দকৃত অর্থের ব্যবহার সহ কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
