বিশেষ সুবিধা ছাত্রছাত্রীদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। বেকারদের জন্য যেমন আছে বেকার ভাতা, তেমনই পড়ুয়াদের জন্যও একাধিক স্কলারশিপ চালু করেছে রাজ্য সরকার।

ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। তেমনই রয়েছে সহানুভূতি স্কলারশিপ।

শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ১২,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। নবম শ্রেণী থেকে কলেজ পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। বিগত পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার নীচে।