নব্বইয়ের দশকের দুই বাংলার কবিতা পাঠ, সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল ভাবনার আদান প্রদানকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শিলিগুড়ি কলেজে।অনুষ্ঠানের মূল বিষয় ছিল — “দুই বাংলার নব্বইয়ের দশকের কবিতা পাঠ ও পর্যবেক্ষণ।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক ও কবি ড. মাসুদুল হক। তিনি নব্বইয়ের দশকের কবিদের কাব্যধারা, ভাষার পরিবর্তন ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন।
শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুজিত কুমার বিশ্বাস জানান, এই আলোচনায় দুই বাংলার নব্বইয়ের দশকের কবি, লেখক ও সাহিত্যিকদের সাহিত্যচর্চা, কাব্য ভাষার বিবর্তন ও তাঁদের ভাবধারা নিয়ে বিশদ বিশ্লেষণ করা হয়। পাশাপাশি, সমসাময়িক কবিতা ও বর্তমান সময়ের লেখকদের সৃষ্টিশীল ধারা নিয়েও মতবিনিময় হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে শিলিগুড়ি কলেজের বাংলা বিভাগ।
