রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের কাজের প্রতি সম্মান জানিয়ে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গের CCF (Wildlife) আইএফএস ভাস্কর জে.ভি., কার্শিয়াং-এর অতিরিক্ত এসপি অভিষেক রায় (WBPS) সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা। এই ডিভিশনের সব রেঞ্জার অফিসাররাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ দিয়ে।
এরপর অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চে শুরু হয় মূল পর্ব। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আলোচনা সভা ও সংক্ষিপ্ত বক্তৃতার পর কেক কাটার মধ্য দিয়ে এই দিনটির সমাপ্তি ঘটে।
