মহার্ঘ্য ভাতার দাবিতে ধর্মঘটের ডাক যৌথ মঞ্চের

0 min read

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এবার ধর্মঘট পালন করতে চলেছে রাজ‍্যের বামপন্থী শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য‍ ভাতা সহ তিন দফা দাবিতে আগামী ১০ই মার্চ রাজ‍্য জুড়ে ধর্মঘট পালন করতে চলেছেন তারা। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘটের নোটিশ প্রদান করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকেও এই নোটিশ তুলে দেন শিক্ষক‌রা। জলপাইগুড়ির সদর ব্লকের চারটি সার্কেলের শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ধর্মঘটের নোটিশ দিতে গেলে শিক্ষকরা দেখেন দপ্তরে কোন‌‌ও আধিকারিক নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ। তিনি বলেন, ২০ ও ২১শে ফেব্রুয়ারি রাজ্য জুড়ে যেভাবে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য সরকারকে বার্তা দিয়েছে যে, কর্মচারী শিক্ষকরা তাদের দাবি আদায়ে পেছনে হাটবে না। তিনি বলেন, ডিএ বেতনেরই একটি অংশ। ফলে ডিএ কর্মচারী শিক্ষকদের সাংবিধানিক অধিকার। এটা সরকারের দয়ার দান নয়। পাশাপাশি রাজ‍্যে স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ করা ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবি জানান তারা।

You May Also Like