কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো মঙ্গলবার। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII)-র শিলিগুড়ি শাখার তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের ব্যবস্থাপনায় দক্ষিণ সোহরই এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির।
এই শিবিরে অংশ নেন বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক ও সাধারণ গ্রামবাসীরা। বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে উপকৃত হন প্রায় ৫০০ জন। রক্তচাপ, ব্লাড সুগার, ইসিজি, চোখের পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এই ক্যাম্পে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CII শিলিগুড়ি শাখার অধিকর্তা রূপ কুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের চিকিৎসক ডাঃ সান্তনু দাস সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত শ্রমিক ও গ্রামবাসীরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্প চালিয়ে যাওয়ার দাবি জানান।
