যে কোন আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিক ভাবে মোকাবেলা করে বড় দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেজন্য দমকলের সহযোগিতায় মকড্রিল হয়ে গেল শিলিগুড়ি জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য কর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করেতে বিশেষ মক অনুষ্ঠিত হোল।
কোন বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নিভানোর বিভিন্ন উপায় মক ড্রিল মধ্যে তুলে ধরেন দমকল কর্মীরা। হাসপাতাল চত্বরে আগুন নেভানোর বিভিন্ন সিলিন্ডার কিভাবে আগুন নেভাতে সহায়তা করবে সেই সব তুলে ধরা হয় এই মক ড্রিলে।
এই পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেন শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ।তিনি জানান প্রথমে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।এরপর মক ড্রিলের মধ্যে তা তুলে ধরা হলো।এরপর উচ্চ পর্যায়ের সকলের অনুমতি নিয়ে হাসপাতাল একি আগুনের ঘটনার ডেমো স্টেশন করার ইচ্ছা রয়েছে।এটা হলে স্বাস্থ্য কর্মীরা এবিষয় খুব উপকৃত হবে।
