বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে শুক্রবার গভীর রাতে বনদুর্গা পুজোকে ঘিরে ভক্তদের ঢল। শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের ফাড়াবাড়ির কাছে দিল্লিভিটা চাঁদের খাল সংলগ্ন বনদুর্গা মন্দিরে সকাল থেকেই দলে দলে ভক্তরা এসে পৌঁছচ্ছেন। প্রাচীন রীতি মেনে গভীর রাতে অনুষ্ঠিত হয় মা বনদুর্গার বিশেষ নিশি পুজো। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত এই পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত ভক্তরা মায়ের দর্শন করে মানত ও প্রার্থনা জানান।
ঘন বনজঙ্গলের মাঝে অবস্থিত স্থায়ী এই মন্দিরে শুক্রবার সকাল থেকেই উৎসবের আবহ। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, এবছর বনদুর্গা পুজো ৪৫তম বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক রাজু সাহা জানান, এই বনদুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস ও লোককথা। দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত এই স্থানটির উল্লেখ রয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ উপন্যাসে।
অতীতে এখানে ঠনঠনিয়া মায়ের পুজো হলেও সময়ের সঙ্গে সঙ্গে বনদুর্গা পুজো নামেই এই উৎসব পরিচিতি পায়। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটির পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
