রজত জয়ন্তী উপলক্ষে কবি সুকান্ত হাইস্কুলের বিশেষ শোভাযাত্রা

কবি সুকান্ত হাইস্কুলে চলছে রজত জয়ন্তী বর্ষের বর্ণময় উদযাপন। এই উপলক্ষে গোটা বিদ্যালয় চত্বরজুড়ে উৎসবের আবহ। শিক্ষার্থীদের মনোবল ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ঘিরে শিক্ষক- শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছিল তুমুল উচ্ছ্বাস।

শোভাযাত্রায় অংশ নেন পড়ুয়ারা বিভিন্ন ঐতিহাসিক ও জাতীয় চরিত্রের বেশভূষায়। কারও সাজে ধরা দেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, ঝাঁসির রানি, বিরসা মুন্ডা, কৃষক, ভারত মাতা বা ভারত মাতারূপী প্রতীকি চরিত্রে সেজে নজর কাড়ে। পাশাপাশি ছোট পড়ুয়াদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় কার্টুন চরিত্রের উপস্থিতি। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, তাঁর চিন্তাধারা ও আদর্শকে ফুটিয়ে তোলা নানা প্রদর্শনী।

এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিম বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর নুরুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা সহ সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে।

শোভাযাত্রা শেষে প্রধান শিক্ষক ঋষিম বিশ্বাস জানান, “এই উদ্যোগের মাধ্যমে শুধু বিদ্যালয়ের ঐতিহ্য ও সুকান্তের ভাবনা তুলে ধরা হয়নি, প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও সম্মান জানাতে পেরেছি। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগাবে, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবে সাথে মনোবল শক্ত করবে।”

বিদ্যালয়ের এই আয়োজনে খুশি অভিভাবকরাও। তাঁদের মতে, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের এই সংমিশ্রণ পড়ুয়াদের মানসিক বিকাশ ও ঐতিহ্যবোধ গঠনে সহায়ক ভূমিকা নেবে।