শিলিগুড়ি পুর নিয়মের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিয়মের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব।
অভিযোগ, রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলার শ্রাবণী দত্ত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলার তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের ঘটনাতেও তিনি জড়িত। এই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের স্থানীয় সমর্থকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যায় মেয়র গৌতম দেবও।
সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা। ক্ষুব্ধ বাসিন্দারা খোলাখুলি কাউন্সিলারের বিরোধিতা করে। তাঁদের অভিযোগ, শ্রাবণী দত্ত বারবার এলাকার শান্তি নষ্ট করছে।
পাল্টা, সাংবাদিক বৈঠক করে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শ্রাবণী দত্ত। তিনি দাবি করে, রবিবার রাতে পুর নিগমের থেকে দেওয়া তাঁর গাড়ি ভাঙচুর করা হয় ও গোলমালের সময় তাঁর মেয়েও আহত হয়। এলাকাবাসীর একাংশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি।
এ প্রসঙ্গে পুরবোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করেছে।
