এই মেলার উদ্বোধন করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের মাননীয় বিডিও, মিহীর কর্মকার মহাশয়। সদর বিডিও মিহীর কর্মকার জানালেন, “উইংস আর্টিস্ট গ্রুপ”-এর মতো একটি সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থার এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি মনে করেন, এই ধরনের মেলা তরুণ-তরুণীদের হস্তশিল্পের প্রতি আগ্রহী ও উৎসাহিত করবে। তারা ভবিষ্যতের কর্মসংস্থানের পথ পাবে। তিনি বিভিন্ন সরকারি প্রকল্পে যোগদানের জন্য এই শিল্পীদের আহ্বান জানান।
এই মেলায় মোট ২৫টি স্টল রয়েছে। অংশগ্রহণকারী শুধু জলপাইগুড়ি নয়, বরং ইসলামপুর, শিলিগুড়ি এবং মালবাজারের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা তাদের হাতে গড়া শিল্পকর্ম নিয়ে এসেছেন। ক্রেতারা সরাসরি শিল্পীর কাছ থেকে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্তাভোগী দের এড়িয়ে তারা তুলনামূলকভাবে কম দামে আকর্ষণীয় সামগ্রী কিনতে পারছেন।
উদ্যোক্তারা জানান মেলার শুরু দিনেই দূর্গাপূজার আগে ক্রেতাদের কাছে থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা আরো জানালেন, এই মেলা চার দিন ধরে চলবে এবং শেষ দিনে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যারা শিল্পকর্ম জনসাধারণের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
