ভারত নেপাল সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করল এসএসবি

দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান আজ দুপুর দুটো নাগাদ খাইমন জোত এলাকায় ভারতীয় সীমান্তের ৯১ নম্বর পিলারের কাছে ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তার কাছে থাকা সমস্ত নথি এবং ব্যাগ তল্লাশি করা হয়।

এরপর ওই যুবক জিজ্ঞাসাবাদে শিকার করে সে বাংলাদেশের বাসিন্দা। ধৃতের নাম অতীত রায়। পিতার নাম গজেন্দ্রনাথ রায়। বয়স ২৮। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের, খানগাওয়ে। থানা পীরগঞ্জ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি। বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড মেমোরি কার্ড। বাংলাদেশের একটি ইনস্টিটিউটের টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট।

এস এস বি জানিয়েছে ধৃত ৬ মাস আগে ধৃত বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। রায়গঞ্জের এক এজেন্ট তাকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকাতে সাহায্য করে। বেশ কিছুদিন যাবত সে খায়িরমনি জোতে কাজ করছিল এবং বসবাস করছিল। কাজের উদ্দেশ্যেই সে ভারতে এসেছিল বলে জানায়। এস এস বি ওই বাংলাদেশি যুবককে দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করবে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানা।