শিলিগুড়িতে এসএসবি-র সিভিল ডিফেন্স মহড়া, অংশ নিচ্ছে হাজারের বেশি শিক্ষার্থী

শিলিগুড়ির কালামজোট এলাকার আলফোসো স্কুলে ৪১তম ব্যাটালিয়নের এসএসবি (সশস্ত্র সীমা বল)-র পক্ষ থেকে এক বৃহৎ সিভিল ডিফেন্স মকড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় অংশ নিচ্ছে হাজারেরও বেশি ছাত্রছাত্রী, যাদের সজাগ ও সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই যুদ্ধকালীন মহড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল শেখানো হচ্ছে। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত থেকে প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হয়।

৪১তম ব্যাটালিয়নের এই উদ্যোগে শুধু শিক্ষার্থীরাই নয়, স্কুলের শিক্ষক ও কর্মীরাও অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই মহড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এসএসবি-র আধিকারিকরা।