ভারত–নেপাল সীমান্তে টহল ও নজরদারির তদারকি করলেন এসএসবির বিশেষ মহানির্দেশক

ভারত – নেপাল সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভাতগাঁও সীমা চৌকিতে পৌঁছান এসএসবির বিশেষ মহানির্দেশক আইপিএস অনুপমা নিলেকার চন্দ্রা। ভাতগাঁও সীমান্ত সমন্বয় কেন্দ্র পৌঁছাতেই তাঁকে স্বাগত জানান রাণীদাঙ্গা ক্ষেত্রীয় সদর দপ্তরের ডিআইজি মঞ্জীত সিং পাড্ডা ও ৪১ নম্বর বাহিনীর কমান্ড্যান্ট যোগেশ সিং।

প্রথমেই বিট পোস্টে পুরুষ ও মহিলা জওয়ানদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি। পরে সরেজমিনে পরিদর্শন করেন ভারত–নেপাল বর্ডার পিলার ১০১, নো ম্যানস ল্যান্ড সাথে নেপালের এপিএফ সীমা চৌকির পার্শ্ববর্তী এলাকা।

এরপর কোম্পানি কমান্ডার সহকারী কমান্ড্যান্ট কেতন কৈলাশ সালুঙ্কে জিআইএস ম্যাপের মাধ্যমে পুরো সীমান্ত এলাকা ও নজরদারি ব্যবস্থার বিশদ বিবরণ তুলে ধরেন। ৪১ নম্বর বাহিনীর সাম্প্রতিক অভিযান ও সাফল্যের বিষয়ও উনার সামনে তুলে ধরা হয়। পাশাপাশি পরিদর্শনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সেক্টরের মহানির্দেশক বন্দন সাক্সেনা।