নয়া মোড় নিতে চলছে রাজ্যের ডিএ মামল

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দিকে নজর সরকারি কর্মীদের। শীর্ষ আদালত বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা ‘অমান্য’ করেছে রাজ্য সরকার।

এই অবস্থায় বকেয়া মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি ৪ অগস্টের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মচারীরা। এরই মধ্যে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। কেন্দ্রীয় সরকারি হারে ডিএ, বকেয়া ডিএ-র দাবিতে বহুদিন ধরে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ।

জানা গিয়েছে আগামী ৪ অগস্ট সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কর্মীদের হয়ে সওয়াল করতে চলেছেন দেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী এবং ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল, শ্রী গোপাল সুব্রহ্মণ্যম। দাপুটে আইনজীবীর উপস্থিতি তাঁদের জয়ের আশা আরও বেড়েছে বলেই জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।