দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের ঘোষিত অনুদান। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর নিজে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতে, এ বছর প্রতিটি ক্লাবকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা। শিলিগুড়ির মায়াদেবী, সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশ কমিশনার।
শুধু তাই নয়, এ বছর নতুন উদ্যোগ হিসেবে মহিলা পরিচালিত দুর্গাপুজোগুলিকে আলাদা গুরুত্ব দেওয়ার ঘোষণা করেন তিনি। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, শহরের মহিলা উদ্যোক্তাদের পরিচালিত সেরা তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হবে।
এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার সি সুধাকর ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং, ট্রাফিক বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার অভিষেক মজুমদার, এসিপি ও বিভিন্ন থানার আইসিওরা।
এবার দুর্গোৎসবে মহিলাদের অংশগ্রহণকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশের এই উদ্যোগ শহরের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকেই।
