আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর বালুরঘাটে আয়োজিত হল পতঞ্জলি যোগ সমিতির রাজ্যস্তরীয় যোগ মহোৎসব। স্থানীয় দীপালি নগর ময়দানে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে অনুকূল আবহাওয়ার অভাব সত্ত্বেও কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বালুরঘাটের বিধায়ক নিজে যোগ ও প্রাণায়ামে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারি চন্দ্রকান্ত রাঠোর।
যোগ আসনে অংশগ্রহণকারী নারী ও শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
এই যোগ মহোৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাভ্যাসের গুরুত্ব ও উপকারিতা—বিশেষ করে শরীর ও মনকে নীরোগ ও মানসিক চাপমুক্ত রাখার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
