রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা অঞ্চলে এলেন রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। শনিবার সারিয়াম কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষিত এই প্রকল্পে তিনটি বুথ মিলে গঠিত হচ্ছে একটি পাড়া। প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা। বুথস্তরে গিয়ে সরকারি আধিকারিকরা মানুষের অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা শুনে সমাধান করবেন। ছোট রাস্তা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের মতো নিত্য প্রয়োজনীয় সমস্যা দ্রুত মেটানোর লক্ষ্য নিয়েই চলছে এই উদ্যোগ।
প্রকল্পটি ২রা আগস্ট থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
