বারংবার প্রতাণা বন্ধ করার তাগিদেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু তারপরেই এই কাজ বন্ধ করা যায়নি। Treasure NFT বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে নেই প্রতারকদের ফাঁদ। এবার নতুন রূপে হাজির হয়েছে Treasure Fun। নাম পাল্টালেও কৌশল একই, আর সেই কারণে আবারও আশার আলো দেখতে শুরু করেছেন অনেক লগ্নিকারী—বিশেষ করে যাঁরা আগের স্কিমে বিনিয়োগ করে টাকা তুলতে পারেননি।
Treasure Fun-এর ওয়েবসাইটে গিয়ে দেখা যাচ্ছে, পুরনো Treasure NFT-র লগইন আইডি দিয়েই লগইন সম্ভব। এমনকি অনেক সময় লগ্নির অঙ্কও দেখা যাচ্ছে স্ক্রিনে। কিন্তু সেই টাকা তোলা যাচ্ছে না। এই প্রসঙ্গে জোরালো সতর্কবার্তা দিয়েছেন বানারহাট থানার ইন্সপেক্টর ইনচার্জ ও জলপাইগুড়ি জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিরাজ মুখোপাধ্যায়।
সরকারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে তিনি স্পষ্ট ভাষায় জানান—Treasure Fun আসলে Treasure NFT-রই ছদ্মবেশী অবতার, আর এটি একটি ক্লাসিক পঞ্জি স্কিম। বিশেষজ্ঞদের মতে, এটিও একটি সাইকোলজিক্যাল ট্র্যাপ। পুরনো লগ্নি ফিরে পাওয়ার আশায় মানুষ আরও টাকা ঢালেন। কিন্তু শেষমেশ ফেরেন খালি হাতে।
