ভি অ্যাপে এবার ভি ফাইন্যান্স

ভোডাফোন আইডিয়া লিমিটেড এবার তাদের ভি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ভি ফাইন্যান্সের সুবিধা। এটি ব্যক্তিগত ঋণ, স্থায়ী আমানত এবং ক্রেডিট কার্ডের সুবিধা অফার করবে। আদিত্য বিড়লা ক্যাপিটাল, আপসুইং ফাইন্যান্সিয়াল টেকনোলজিস এবং ক্রেডিলিওর সঙ্গে অংশীদারিত্ব করে ভি এই সুবিধাজনক এবং সহজলভ্য আর্থিক সমাধান বাজারে নিয়ে এসেছে। গ্রাহকরা ১০.৯৯% সুদে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ঋণের জন্য আবেদন করতে পারবেন।

৮.৪% পর্যন্ত নিশ্চিত সুদের সঙ্গে স্থায়ী আমানতে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও, শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলির ক্রেডিট কার্ডও খুঁজে দেখতে পারবেন। ডিজিটাল-প্রথম পদ্ধতি ব্যবহার করে আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করে তুলতে ভি-এর এই উদ্যোগ। ভি ফাইন্যান্স ভি অ্যাপে ইতিমধ্যেই লাইভ হয়ে গিয়েছে।