কার্যক্ষেত্রে যৌন হেনস্থা, সমস্ত ক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে ওমেন সেফটি এক্সেলেটর ফান্ড এর অধীনে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েকবছর ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কালিংপং জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিত কাজ করে চলছে। এই কাজের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার লক্ষীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোপ,ডামডিম ,বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পথ নাটক ” স্বাস্থ্য,অধিকার ও সম্মান” পরিবেশন করলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যারা।
বাগান গুলির চালান ও শ্রমিক মহল্লাগুলোতে মূলত এই নাটক গুলো পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি প্রভাব ফেলবে এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে বলে এই উদ্যোগ কে সাধুবাদ জানান বিভিন্ন বাগান কতৃপক্ষ।
এই বার্তাগুলিকে আরও প্রসারিত করার ধারাবাহিক প্রচেষ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার চা বাগানগুলো ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি’ পালন করবে ওমেন সেফটি এক্সেলেটর ফান্ড । সেই সময়ে ফুটবল টুর্নামেন্ট, পথনাটক, র্যালি, শপথ গ্রহণ অনুষ্ঠান, বিষয় ভিত্তিক ড্যাংলার দিয়ে সাজানো ভ্যান নির্বাচিত বাগানগুলোতে পরিদর্শন—এ ধরনের নানা আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক সংস্থার প্রতিনিধিরা।
