বিহারে ৩০০ কোটি টাকার কৌশলগত বিনিয়োগে পূর্ব ভারতের পোলট্রি সরবরাহ মজবুত করল ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স

ভারতের পোলট্রি এবং পশুপালন খাতে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে বিহারে বড় বিনিয়োগের কথা ঘোষণা করেছে আলানা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স (আইপিএ)। প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের বিহারে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হল পূর্ব ভারত এবং উত্তর-পূর্বাঞ্চলে পোলট্রি পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।

এই প্রকল্পের আওতায় বিহারে পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ ইন্টিগ্রেটেড পোলট্রি কমপ্লেক্স স্থাপন করা হবে। এখানে উন্নত মানের ব্রিডার ফার্ম, হ্যাচারি, ফিড মিল এবং পোলট্রি প্রসেসিং প্ল্যান্ট থাকবে। এখান থেকে স্বাস্থ্যকর ও প্যাকেটজাত পোলট্রি পণ্য সরাসরি ই-কমার্স, কুইক কমার্স এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বাজারে সরবরাহ করা হবে। বিহারের শক্তিশালী কৃষি ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে খুব সহজেই পোলট্রি পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আলানা গ্রুপের ডিরেক্টর ফৌজান আলাভি এই বিনিয়োগ প্রসঙ্গে বলেন, “বিহারের সমৃদ্ধ কৃষি ঐতিহ্য এবং দক্ষ কৃষক সমাজ একটি টেকসই পোলট্রি শিল্প গড়ে তোলার জন্য অত্যন্ত সম্ভাবনাময় সুযোগ। আমাদের এই বিনিয়োগ কেবল সরবরাহ ব্যবস্থার উন্নতি করবে না, বরং স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নেও বড় ভূমিকা পালন করবে। এটি ভারতের পোলট্রি খাতের উন্নয়নে আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির অংশ।” এই প্রকল্পের ফলে খামার, প্রক্রিয়াকরণ এবং লজিস্টিকস মিলিয়ে প্রায় ১,৫০০ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। ইন্ডিয়ান পোলট্রি অ্যালায়েন্স এখানে বিশ্বমানের জৈব-নিরাপত্তা, প্রাণী কল্যাণ এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা করেছে।