ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল পুরবোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না।
দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনে আরও পদক্ষেপ করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে শ্রাবণী দত্ত নেশাগ্রস্ত অবস্থায় এলাকাবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে দলের শীর্ষ নেতৃত্বের।
পুরনিগম সূত্রে খবর, এই সিদ্ধান্তে দলের শৃঙ্খলা আরও জোরদার হবে এবং ওয়ার্ডবাসীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। অন্যদিকে, এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক কথায়, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে শিলিগুড়ি পুরনিগমে কড়া পদক্ষেপ নিয়েই বহিষ্কার করা হলো কাউন্সিলর শ্রাবণী দত্তকে।
