বিগত বেশ কিছুদিন ধরেই উঠছে অভিযোগ, একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বন্ধ হয়নি বেআইনি নির্মাণ। তাই এবার বেআইনি নির্মাণ রুখতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। আদালতের নির্দেশে যদি কোনও অবৈধ নির্মাণ ভাঙার কাজ থেমে যায়, তবে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে সরাসরি উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ।
‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দেন মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে কালিকাপুর এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, স্থানীয় এক ভবনের নীচতলায় অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে যদিও নির্মাণ ভাঙার নির্দেশ জারি হয়েছিল, কিছুদিনের মধ্যেই তা ‘রেগুলারাইজ়ড’ হয়ে যায়।
অভিযোগ শুনে মেয়র ফিরহাদ সরাসরি বিল্ডিং বিভাগের ডিজির কাছ থেকে বিষয়টি জানতে চান। জানা যায়, নির্মাণকারী আদালত থেকে ‘স্টে অর্ডার’ নিয়ে আসেন এবং আদালতের নির্দেশে বরো এগজিকিউটিভই সেই নির্মাণকে জরিমানার ভিত্তিতে বৈধ ঘোষণা করেন।
