কড়া নির্দেশ, মিটিয়ে দিতে হবে সমস্ত মহার্ঘ ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দীর্ঘ তেরো বছর পর অবশেষে মহার্ঘ ভাতা পেতে চলেছেন বড়বাজারের একটি স্কুলের শিক্ষিকা।

আগামী চার সপ্তাহের মধ্যে তার মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ক্ষমতার অপব্যাবহার করেছেন। উল্লেখ্য, এই মহার্ঘ্য ভাতা যিনি পেয়েছেন সেই শিক্ষিকার নাম রেখা আগরওয়াল। তিনি ২০১০ সালে বড়বাজারের একটি স্কুলে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৪ সালে ডিএ-র জন্য আর্জি করেন তিনি।

এমন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য হাইকোর্টে যান রেখা। সাল ২০২১-এ একটা মামলা দায়ের করেন ঐ শিক্ষিকা। এবং মামলায় বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় জানায়, শিক্ষিকার বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবং হাইকোর্টের তরফ থেকে একটা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।