কড়া নির্দেশ রাজ্যকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় এবার কড়া অবস্থান নিল আদালত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল।

এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে গতি আসতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব Union Public Service Commission (UPSC)-এর কাছে পাঠাতে হবে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব হিসেবে কর্মরত।

খুব শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে করা আবেদনে তিনি অভিযোগ করেছিলেন, ডিজি হওয়ার জন্য যে সব যোগ্যতা প্রয়োজন, তা তাঁর থাকা সত্ত্বেও তাঁকে ইচ্ছাকৃতভাবে এই দৌড় থেকে বাদ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ মার্চ।