বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি রাজ্যে প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে থাকা ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) 100 Days Work নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। এতদিন পর যখন এই ইস্যুতে জট খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে তখনই ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের ঘটনায় তোলপাড় মালদার সিরপুর গ্রাম পঞ্চায়েতে। আদালত সূত্রে খবর, পঞ্চায়েত প্রধান দুর্নীতি স্বীকার করেছেন।
তার দাবি, ১০০ দিনের প্রকল্পের টাকা পাঠানো হয়েছে ভুয়ো অ্যাকাউন্টে। প্রকল্পের বাস্তবায়নেও প্রচুর টাকার অপব্যবহার করা হয়েছে। এদিকে খোদ পঞ্চায়েত প্রধান আদালতে দুর্নীতির কথা স্বীকার করতেই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
