কোচবিহারের একটি কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ: পুলিশ তদন্ত শুরু করেছে

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের গার্লস হোস্টেল থেকে ২০ বছর বয়সী তৃতীয় বর্ষের ছাত্রী অণ্বেষা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে অণ্বেষার এক সহপাঠী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অণ্বেষার রুমমেট ছুটিতে থাকায় তিনি ওই রাতে অন্য এক বন্ধুর সাথে থাকার কথা ছিল। দেরি হওয়ায় বন্ধুটি অণ্বেষার খোঁজ নিতে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অণ্বেষার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তা জানা যাবে। এই ঘটনায় কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।