একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে।
কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে—এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না। মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের শিশুদের প্রতিদিন অস্বস্তিকর, ধুলোমাখা পরিবেশে খাবার খেতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্য ও মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে।
এই পরিস্থিতি দ্রুত বদলানো জরুরি। দীর্ঘ ঐতিহ্যের এই বিদ্যালয়ের শিশুদের আর ধুলোয়, দাঁড়িয়ে বা গাছের গুড়িতে বসে খাদ্যগ্রহণ করতে না হয়—সেই জন্য একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণ এখন সময়ের দাবি। স্থানীয় প্রশাসন, শিক্ষা দপ্তর ও প্রতিনিধিদের কাছে আবেদন—এই লেখা যেন তাঁদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ খাবার স্থান দ্রুত তৈরি হয়।
