বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই ছাত্রদের মধ্যে বিঞ্জানের ভাবনা জাগিয়ে তুলতে এমন উদ্যোগ। পরিবেশে বিভিন্ন বস্তুর মধ্যদিয়ে নানান কাজ হয়ে থাকে। সেই সকল বিষয় বস্তু ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে এবং সমাজে কি কি ভাবে বিঞ্জান সহযোগিতা করছে তা অতিথিদের বক্তব্যে উঠে আসে।
একি সাথে নেতাজী বয়েজ প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে বিঞ্জান বিষয়ের ওপর একটি অঙ্কন প্রতিযোগিতা হয়। পরিশেষে বিচারকের বিচারে সেরা মডেল গুলোকে পুরস্কৃত করা হয়।এক বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাঞ্চন দাস জানান, বেসরকারি স্কুলের ছাত্ররা সব সময় নিয়ম কানুন এর মধ্যে উন্নত শিক্ষা পেয়ে থাকে। সরকারি স্কুলের পড়ুয়ারা সাধারণ গরীব ঘর থেকে আসে তাদের যতটা সম্ভব উন্নত শিক্ষা দেবার চেষ্টা তারা করে থাকে। বিঞ্জানের ব্যবহার ও বিঞ্জান মানুষের জীবনে অতঃপতঃ ভাবে জড়িয়ে রয়েছে।
সেটাই ছাত্রদের বোঝানোর চেষ্টা তারা করেছেন। এমন একটি কর্মকান্ড অংশগ্রহণ করতে পেরে প্রতিটি ছাত্র আনন্দ প্রকাশ করেন। ছাত্ররা জানান স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে তাদের বাবা মায়েদের সহযোগিতায় এই সকল মডেল গুলো তৈরি করেছেন তারা।এই প্রথম বিঞ্জান নিয়ে ভাবনা তাদের অনেক কাজে লাগবে।এতে খুশি ব্যক্ত করে বলেন আগামীতে তাদের খুব কাজে আসবে।
