বদল এসেছে বেশকিছু নিয়মে, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেমিস্টার ভিত্তিকে। আর এবার সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসতে চলেছে রদবদল। জানা যায় তৃতীয় ও চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়ে ছাড় দেবে কর্তৃপক্ষ।
এছাড়াও পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআর শিট ও প্রশ্নপত্র।। তবে এই সিদ্ধান্ত এখনো অব্দি নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপরে। সেজন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে। কিছুদিন আগে শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার।
সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাব হচ্ছে। বহু পড়ুয়া অভিযোগ করেছে, হিসাব শাস্ত্র, রসায়ন ও অংকের মতন পরীক্ষার সমস্যা সম্মুখীন হতে হয়েছিল তাদের। পাশাপাশি দাবি উঠেছিল বেশ কিছুটা অতিরিক্ত সময় দেওয়ার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার হবে।
