উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোরাদিন গ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে উন্নতমানের রাসায়নিকমুক্ত ড্রাগন ফলের চাষ। এই অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার বাসিন্দা, অথচ মাটির টানে গ্রামের প্রতি দায়বদ্ধ তপন মণ্ডল। তাঁর প্রতিষ্ঠিত রত্নগর্ভা অর্গানিক ফার্ম ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছে কৃষি ও ফল ব্যবসায়ী মহলে। ২০২১ ও ২০২২ সালে কলকাতার বাজারে ড্রাগন ফল দেখে প্রথম আগ্রহ জন্মায় তপনবাবুর। তিনি জানান, ইউটিউব দেখে ফলটির চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নেন এবং সেই থেকেই নিজের গ্রামে চাষের সিদ্ধান্ত নেন।
অবশেষে ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর নিজস্ব ৩ একর জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিনি। তপনবাবুর কথায়, “আমি রাসায়নিকমুক্ত পদ্ধতিতে উন্নতমানের ড্রাগন ফল উৎপাদন করছি। প্রতিটি ফলের ওজন প্রায় ৫০০ গ্রাম বা তার বেশি, আর স্বাদেও এটি অসাধারণ। এতে রয়েছে ভিটামিন ও পুষ্টিগুণ, যা সাধারণ বাজারের ফল থেকে অনেক উন্নত।” তিনি আরও জানান, তাঁর বাগানের ফল ইতিমধ্যেই স্থানীয় ও আশপাশের ফল ব্যবসায়ীদের নজর কাড়ছে। অনেকেই সরাসরি ফোন করে যোগাযোগ করছেন এবং ফল সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছেন।
ভবিষ্যতে এই ফল জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বাজারে বর্তমানে ড্রাগন ফলের দাম ৩০০ টাকা কেজি হলেও তিনি জানান, “আমার ইচ্ছা, এই উন্নত ও স্বাস্থ্যকর ফল এলাকার সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যাক ন্যায্য মূল্যে।” তপনবাবু ইতোমধ্যে আরও একটি নতুন বাগান তৈরির কাজ শুরু করেছেন, যেখানে আরও বেশি পরিমাণে ফল উৎপাদন সম্ভব হবে। এই উদ্যোগ শুধু কৃষিক্ষেত্রে নয়, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং গ্রামীণ কর্মসংস্থানের দিক।
