মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত হতে চলেছে OECD–এর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন “Future of AI Education”। চলতি মাসের ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক মঞ্চে ৩৮টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে।
ভারতবর্ষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তর–পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক মহলে তাঁর উপস্থিতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক আসরে আমন্ত্রণ পাওয়া স্থানীয়দের মতে “এ এক ঐতিহাসিক মুহূর্ত”। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব ভবিষ্যতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
