পুজোর আগেই তদারকি চলছে রাজ্য জুড়ে

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই শহরে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কি না তা খতিয়ে দেখতে মাঠে নামল কলকাতা পুলিশ। বিশেষ একটি দল একাধিক বড় পুজোমণ্ডপ ঘুরে দেখল এবং আয়োজকদের প্রয়োজনীয় পরামর্শও দিল।

এদিন সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রণী, নাকতলা উদয়ন সঙ্ঘ-সহ প্রায় ১২টি বড় মণ্ডপ ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। এই পরিদর্শনে পুলিশের পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, পিডব্লিউডি এবং অগ্নিনির্বাপণ দফতরের প্রতিনিধিরাও ছিলেন। আয়োজকদের বলা হয়েছে, দর্শনার্থীর চাপ সামলাতে বাড়তি স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

এছাড়া পুজোয় দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা এড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানানো হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি বড় পুজোমণ্ডপ ঘুরে দেখবে বিশেষ দল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ সেপ্টেম্বর থেকে পুজো উদ্বোধন শুরু করতে পারেন বলে খবর সূত্রের।