এই উৎসবের মরশুমে কলকাতার সাতটি বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপের সঙ্গে অংশীদারিত্ব করেছে সুইগি। উদ্দেশ্য “ভোগ এক্সপেরিয়েন্স বক্স” চালু করা। যেখানে ২৮ সেপ্টেম্বর থেকে সুইগি অ্যাপে প্রি-অর্ডার করলে ২৯ সেপ্টেম্বর থেকে ভোগের বাক্স সরাসরি পৌঁছে যাবে ভক্তদের বাড়িতে।
ভোগের বাক্স পেতে সুইগি অ্যাপ থেকে ২১ টাকার বিনিময়ে টোকেন নিতে হবে। ভক্তদের জন্য ৬,০০০ বাক্স তৈরি করা হয়েছে। প্রতিটি বাক্সে থাকছে পুজোয় ব্যবহৃত ফুল, সিঁদুর, মা দুর্গার মাটির মূর্তি, সঙ্গে পুজোর সিগনেচার প্রসাদ, যেমন আলু ভাজা, লাবড়া কারি, খিচুরি, লুচি, পোলাও এবং পায়েস।
অংশগ্রহণকারী প্যান্ডেলগুলির মধ্যে রয়েছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, সন্তোষপুর লেকপল্লি, বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব ইত্যাদি। এর আগেও সুইগি সুন্দরবনে “ভোগ এলো বনি” এবং মুম্বই ও পুনেতে গণেশ চতুর্থীর সময় এরকম উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করেছে।
