টাঙ্গন বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী কর্মসূচি

টাঙ্গন নদী রক্ষার দাবিতে বুধবার এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো। বনিয়াদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা পিডব্লুডি বাংলো পাড়ায় জমায়েত হয়ে হাতে থাকা কাগজের নৌকা টাঙ্গনের জলে ভাসিয়ে দেন।

এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও টাঙ্গনকে বাঁচানোর দাবি তোলা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই নদীর জলধারা শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে নদী প্রায় শূন্য হয়ে পড়ে, এমনকি বর্ষাকালেও পর্যাপ্ত জল থাকে না। এর ফলে মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে, বহু মানুষ বাধ্য হচ্ছেন জীবিকা পরিবর্তন করতে। একসময় নৌযান চলাচলের জন্য পরিচিত টাঙ্গন আজ বিলুপ্তির পথে।

প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই শুরু হয়েছে ‘টাঙ্গন নদী বাঁচাও অভিযান’। আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলনের বার্তা দেওয়া হল।