18                                    
                                    
                                        Jun                                    
                                
                            
                        
                        
                    
                        বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বয়ষ্ক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমোর চা বাগানে। গতকাল গভীর রাতে সাতটি হাতির একটি দল দলমোর চা বাগানে প্রবেশ করে। একটি বুনো হাতি জোহান মুণ্ডার ঘরে হানা দেয় ঘর ভাঙতে শুরু করে হাতির আক্রমণ থেকে বাঁচতে জোহান ঘর ছেড়ে পলায়ন করতে গেলে বুনো হাতি জোহানকে শুঁড় দিয়ে পেঁচিয়ে উঠোনে আছাড় মারে এই ঘটনায় জোহানের মৃত্যু হয়। ঘটনাস্থলে শুক্রবার সকালে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের বনকর্মী ও আধিকারিকরা পৌঁছায় ও বীরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।                    
                                            
                                    