30
Jun
আবারও শোকের ছায়া বলিউডে। হঠাৎ করেই থমকে গেল প্রযোজকের জীবন। বুধবার সকালেই মিলল খারাপ খবর। স্বামীকে হারালেন অভিনেত্রী ও সঞ্চালক মন্দিরা বেদী। প্রয়াত মন্দিরার স্বামী প্রযোজক রাজ কৌশল। আজ ভোরে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে তাঁর। মাত্র ৪৯ বছর বয়সে বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে বলিউড। টিভি এবং ফিল্ম পার্সোনালিটি রোশন আব্বাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রাজ কুশলের এই খারাপ খবর পেলাম। আশা করি, যেখানে গিয়েছো সেখানে গিয়েও তোমার সমস্ত আশা ও স্বপ্ন এভাবেই পূরণ হবে। তোমাকে খুব মিস করব। পরিবারের জন্য আমার…
