05
Apr
ফের একবার খুশির খবর বলিউডে, অবশেষে চলতি মাসেই শুরু হচ্ছে বিয়ের মরশুম৷ বহু জল্পনার অবসান ঘটিয়ে, দুই পক্ষের তরফে ঠিক হলো বিয়ের দিন৷ ঘটতে চলেছে শুভ পরিণয়৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ চলতি মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘রালিয়া’৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ পারিবারিক রীতি মেনেই বসবে তাঁদের বিয়ের আসর৷ জানা গিয়েছে দেশে বা বিদেশের বড় কোনও হোটেল বা দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং এক্ষেত্রে মেনে চলা হবে পারিবারিক পরম্পরা৷ বিয়ের মণ্ডপ সাজবে বাণিজ্যনগরীর বুকে৷ কিন্তু, কোথায় বসবে ঋষি-নীতুর একমাত্র ছেলের বিয়ের আসর? ভাট বাড়িতে? না৷ সেখানে নয়৷ বলিউড বলছে, বাবা-মায়ের পথ অনুসরণ করেই আরকে…
