10
Dec
অবসান ঘটলো সমস্ত প্রতীক্ষার, সমাপ্তি হলো সব জল্পনার। সুসম্পন্ন হল ভি-ক্যাটের শুভ পরিণয়। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গে সিক্স সেন্সেস রিসর্টে চার হাত এক হল৷ বুধবারই জাঁকজমক ভাবে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। সেলিব্রিটি মেহেন্দি শিল্পী বীণা নাগড়া ক্যাটরিনার হাতে মেহেন্দির রঙে রাঙিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে নাকি ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পড়েছেন নায়িকা। আরো জানা যাচ্ছে, ভি-ক্যাটের বিয়েতে আত্মীয়-পরিজন মিলিয়ে মোট ১২০ জন উপস্থিত ছিলেন। বিশেষ কোডের মাধ্যমেই অথিতিরা বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পড়েছেন বলে জানা গেছে। এখনই মধুচন্দ্রিমার কোনও পরিকল্পনা করেননি এই জুটি। তাদের মধুচন্দ্রিমায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে ক্যাটরিনার কাজের চাপ, সূত্রের তরফ থেকে এমনটাই জানা গেছে। টাইগার ফ্রাঞ্চাইজির নতুন…
