03
Aug
নতুন খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী তার অনুরাগীদের সাথে। নতুন জীবনে পা দিতে চলেছেন তিনি। ‘বেবি শাওয়ার’এর ছবি সামনে আনলেন বিগ বস ৯-এর ঘরে প্রতিযোগী কিশওয়ার মার্চেন্ট। মা হতে চলেছেন তিনি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কিশওয়ার। করোনার খবর, মৃত্যু, অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব তাঁর মনের ওপর প্রভাব ফেলছিল বলে জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার পরই ফিরে এসে দিলেন এই খুশির খবর। ২০১০ সালে ‘প্যায়ার কি এক কাহানি’র সেটে আলাপ হয় কিশওয়ার মার্চেন্ট আর সুয়াশ রাইয়ের। ছয় বছরের মাথায় ২০১৬ সালে বিয়ের পর্ব সারেন তারা। এবার চলতি মাসেই নতুন সদস্য আসতে চলেছে…
