10
Jul
অবশেষে অবসান ঘটলো সব জল্পনার। সমস্ত জল্পনা উড়িয়ে প্রকাশ্যে ছেলের নাম জানালেন অভিনেত্রী। প্রথম সন্তানের থেকে শিক্ষা নিয়ে প্রায় ছয় মাস পর দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন অভিনেত্রী। দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। তবে এবার কোনও রাজা কিংবা বাদশার নাম নয়, বরং ল্যাটিন শব্দকোষ ধার করে দ্বিতীয় পুত্রের নাম রেখেছেন ‘জেহ’। প্রসঙ্গত, মনসুর নামটাও নাকি দ্বিতীয় সন্তানের জন্য ভেবেছিলেন। সইফের পিতা তথা খ্যাতনামা ক্রিকেটার মনসুর আলি খান- নামটি থেকে অনুপ্রাণিত হয়ে এই রাখার কথা ভেবেছিলেন। মাথায় চলছিল আরও কিছু নাম। তবে, শেষমেশ ল্যাটিন শব্দ ‘জেহ’টাই মনে ধরে সইফিনার। করিনার বাবা অভিনেতা রণধীর…