23                                    
                                    
                                        Mar                                    
                                
                            
                        
                        
                    
                        মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায় রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ ও অনিল খেড়িয়া জানায়, সম্ভবত চিতাবাঘটি রাতের বেলা রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজারের দিকে কোন ট্রেন যাচ্ছিল। খুব সম্ভব সেই ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে ছিল।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় চিতাবাঘটি মৃত্যু হয়। এটি একটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। আমরা এখন এটিকে লাটাগুড়ি এন আই সি তে…                    
                                            
                                    