22
May
নয়টি তালা ভেঙে মন্দির থেকে চুরি সোনার অলংকার। শতবর্ষ প্রাচীন কোচবিহার রাজ আমলের শ্রীশ্রী করুনাময়ী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। সোমবার সকালে মন্দির কমিটির এক সদস্য মন্দিরে এসে দেখতে পান মন্দিরের সমস্ত তালা খোলা রয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মন্দিরের মোট ৯টি তালা ভাঙ্গা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে মন্দিরের প্রায় ১০০ গ্রাম সোনার গহনা চুরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
