18
Aug
অবশেষে শেষ হলো দীর্ঘ সাত বছরের টানা পোড়েন। মুক্তি এলো দীর্ঘদিনের চলতে থাকা মামলা থেকে। সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় মুক্তি পেলো স্বস্তি শশী থারুর। বেকসুর খালাশ করল দিল্লির আদালত। বুধবার ওই মামলার সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে তাঁকে। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় এতদিন জামিনে মুক্ত ছিলেন কংগ্রেস সাংসদ শশী। স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু মামলায় নারী নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয় শশী থারুরের বিরুদ্ধে। এত বছর পর স্ত্রীর মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়ে খুশি সংসদে বাগ্মী হিসাবে পরিচিত তারুর। আদালতের রায়ের পর তিনি বলেছেন, ‘‘আদালতকে ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।’’ প্রসঙ্গত, দিল্লির…
