04
Feb
সম্প্রতি রাজ্যের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে। এরপরেই নেওয়া হলো পদক্ষেপ। মহাকুম্ভে মৌনি অমাবস্যার দিন স্নান করতে গিয়েই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন পদপিষ্ট হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর জখম অবস্থা প্রায় ৬০ জনের। এবার পুরো পরিকল্পনাই বদলে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই আরও ভাল ট্রাফিক ম্যানেজমেন্ট ও সহযোগিতার নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকদের। আগত পুণ্যার্থীরা যাতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনরকম বাধার মুখোমুখি না হন, তার ব্যবস্থা করতে হবে। কোথাও অযথা ভিড় বা জমায়েত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাস্তাতেও যাতে যানজট না হয়, সেটা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।…