11
Jan
বড় রকম ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে৷ ঋণগ্রস্ত টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভিআই)-র বড় অংশের শেয়ার কিনতে চলছে কেন্দ্র৷ মঙ্গলবার সংস্থার তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, কেন্দ্রের কাছে ভোডাফোন আইডিয়ার স্পেকট্রাম বাবদ বকেয়া রয়েছে৷ সেই টাকা বাজার থেকে তুলতে সংস্থাটিকে শেয়ারে পরিণত করার অনুমতি দিয়েছে বোর্ড। এর পরেই ভোডাফোন আইডিয়ার ৩৫.৮ শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে সরকার৷ সংস্থার বাকি শেয়ারের মধ্যে ২৮.৫ শতাংশ থাকবে ভোডাফনের নিজের হাতে৷ ১৭.৮ শতাংশ শেয়ার থাকবে আদিত্য বিড়লার আইডিয়া গ্রুপের কাছে। এই দু’টি সংস্থা প্রথমে পৃথক থাকলেও পরে তাঁরে জোট বেঁধে হয়েছে ভোডাফোন আইডিয়া। এর পরেও যে শেয়ার পরে থাকবে,…
